ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

ঈশ্বরদী সংবাদদাতাঃ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ঈশ্বরদী পৌর শাখার সভাপতি আবির হাসান শৈশবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর রাতেই তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়। শনিবার (১৬ জুলাই) তাকে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ আব্দুন নূর জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত শৈশব ঈশ্বরদী পিয়ারাখালি জামতলার নিবাসী জহির মোল্লার ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগের ঈশ্বরদী পৌর শাখার সভাপতি।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এ বি এম মনিরুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলাসহ শৈশবের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এতোদিন পলাতক থাকার পর বিদেশে পালানোর চেষ্টা করছিলেন তিনি। গোপনে খবর পেয়ে আমরা বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়াই। ইমিগ্রেশনে ঢোকার সময়ই তাকে আটক করা হয়। পরে রাতেই ঈশ্বরদী থানায় নিয়ে আসা হয়েছে। 

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট ঈশ্বরদী রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলির ঘটনায় কয়েকজন শিার্থী আহত হন। ওই ঘটনায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি মামলা করেন। এই মামলার কয়েকজন আগেই গ্রেপ্তার হলেও পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশব ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *