ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরী ও শিশুর মৃত্যু

ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরী ও শিশুর মৃত্যু

 

সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কিশোরী (১৫) ও ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এ দুটি দুর্ঘটনা ঘটে উপজেলা এলাকার দুইটি সড়কে।

পাবনা-পাকশী মহাসড়কের বাঁশেরবাদা এলাকায় সকাল ৯টার দিকে একটি অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হয় অজ্ঞাতনামা এক কিশোরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত ওই কিশোরীর নাম-পরিচয় জানা যায়নি।

অন্যদিকে, সকাল ১১টার দিকে ঈশ্বরদী ইপিজেড সড়কের বাঘইল দাসপাড়া মন্দিরের সামনে রাস্তা পার হচ্ছিল শিশু আব্দুল আলিম পিয়ারুল লাল (৬)। সে সাঁড়া ইউনিয়নের তালতলা মৌলভীপাড়ার মিলন হোসেনের ছেলে। এ সময় একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের বিষয়ে তথ্য সংগ্রহ করেছে। অজ্ঞাত কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শিশুটিকে চাপা দেওয়া ট্রাকচালক দুর্ঘটনার পর যানটি নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *