ঈশ্বরদীতে জেলি মিশ্রিত ৩০ কেজি চিংড়ি উদ্ধার

ঈশ্বরদীতে জেলি মিশ্রিত ৩০ কেজি চিংড়ি উদ্ধার

সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদী বাজার থেকে জেলি মিশ্রিত প্রায় ৩০ কেজি হিমায়িত চিংড়ি মাছ উদ্ধার করেছে ঈশ্বরদী মৎস্য ব্যবসায়ী সমিতি। ঈশ্বরদী মৎস্য বাজারে জেলি মিশ্রিত চিংড়ি মাছ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও মৎস্য সমিতির কর্মকর্তারা জানান, ঈশ্বরদী বাজারে জেলি মিশ্রিত হিমায়িত চিংড়ি মাছ বিক্রি নিষেধ। এরপরেও গতকাল সোমবার সকালে কতিপয় ব্যক্তি জেলি মিশ্রিত হিমায়িত চিংড়ি মাছ বিক্রি করতে আসেন। তাকে এই মাছ ঈশ্বরদী বাজারে বিক্রি না করে নিয়ে যেতে বলেন। তিনি প্রথমে মাছ ঈশ্বরদী বাজারে বিক্রি না করার অঙ্গীকার করেন। কৌশলে তিনি মাছ বাজারের ছাদের ওপরে নিয়ে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন এমন সংবাদ শুনে মৎস্য ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা মাছ আটক করেন। এ সময় ওই ব্যবসায়ী মাছের কার্টুন ফেলে পালিয়ে যায়। মাছগুলো উদ্ধার করে ঈশ্বরদী আমবাগান জামিয়া সিদ্দিকিয়া কওমি মাদরাসার লিল্লাহ বোর্ডিং এ পৌঁছে দিয়ে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ বাবু, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, ব্যবসায়ী মজিবুর রহমান ও আব্দুল আজিজসহ মৎস বাজারের ব্যবসায়ীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *