ফসলি জমিতে মাটিকাঁটার অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ড

ফসলি জমিতে মাটিকাঁটার অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ডসংবাদদাতাঃ পাবনার আটঘরিয়ায় ফসলের জমিতে ভেকুদিয়ে মাটি কাঁটার অপরাধে জান্নাত আলী নামে এক মাটি ব্যবসায়ীকে  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার ৭ দিনের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই শাস্তি দেন। সে চাঁদভা ইউনিয়নের রতিপুর গ্রামের দিলবার মাঝির ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাজপাড়া ইউনিয়ন মাজপাড়া সিনিয়র আলিম মাদরাসার পাশে সরজমিনে ফসলের জমিতে ভেকুদিয়ে পুকুর খনন করতে গিয়ে জান্নাত আলীকে ধরে শাস্তি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার জানান, “মাটিকাঁটার অপরাধে একজনকে ৭ দিনের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *