সংবাদদাতাঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাজপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেলে রামেশ্বরপুর বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের জামায়াতে মনোনীত পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
উক্ত নির্বাচী পথসভায় সভাপতিত্ব করেন মাজপাড়া ২নং ওয়ার্ড জামায়াতে আমীর আল-আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি হাফেজ মাওলানা মোঃ আমিরুল ইসলাম, জেলা তালিমুল কোরআনের সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জোবায়ের, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিব উল্লাহ, নায়েবে আমীর মাওলানা নাসির উদ্দীন, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম, মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম কচি, মাজপাড়া ইউনিয়ন জামায়াতে আমীর মাওলানা আ: মুকিম।
অনুষ্ঠান শুরুতেই কোরআন দেলোয়াত পাঠ করেন মাওলানা কামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন জামায়াত নেতা ডা. হাফিজুর রহমান। উক্ত নির্বাচী পথসভায় মাজপাড়া ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।