আটঘরিয়ায় খামারি উদ্যোক্তাকে সন্মাননা স্মারক প্রদান

আটঘরিয়া প্রতিনিধি

কৃষি ইউনিট এর আওতায় আটঘরিয়ায় ৬ জন সফল খামারি/উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। জাগরনী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় আজ ২৪ জুন সকালে উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রানী সম্পদ অফিসার মো: মোশাররফ হোসেন। এরিয়া ম্যানেজার আব্দুস সবুর এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হোসাইন।

উক্ত সংস্থার পক্ষ থেকে ৬ জন সফল খামারি ও উদ্যোক্তাকে সন্মাননা ক্রেস, সার্টিফিকেট ও ২ হাজার টাকা করে প্রদান করা হয়।  সফল খামারি ও উদ্যোক্তারা হলেন-সিংহরিয়া গ্রামের মালচি পদ্ধতিতে বেগুন চাষ করে সফলতা অর্জনকারি নারী তাছলিমা খাতুন, মালিগাছা গ্রামে রঙিন ফুলকপি চাষ করে সফলতা অর্জনকারি নারি মুসলিমা খাতুন, মৎস্য খাতে মাছের পোনা উৎপাদন করে সফল হয়েছেন ভবানিপুর গ্রামের চম্পা খাতুন, কার্প ফ্যাটেনিং ক্যাটাগরিতে সফল হয়েছেন সুলতান পুর গ্রামের আ: সালাম, পেকিন জাতের হাঁস পালন করে অধিক মাংস উৎপাদনশীল নারী াশুড়িয়া আজমপুর গ্রামের ফারজানা আক্তার ছবি, নিরাপ ডিম উৎপাদনে হাইব্রিড লেয়ার মুরগী পালন করে সফলতা অর্জন করেছেন কদমডাঙ্গা গ্রামের কুলছুম আক্তার।

উক্ত অনুষ্ঠানে জাগরনী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তা এবং কৃষি ইউনিটের সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *